অদ্য ১৬ ফেব্রুয়ারী ২০২৩ খিঃ সকাল ১০:০০ ঘটিকায় শেরপুর সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন শেরপুর জেলা কার্যালয়ের উদ্দ্যোগে পবিত্র শব-ই-মিরাজ ১৪৪৪ হিজরী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন শেরপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক জনাব এস এম মোহাই মোনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দড়িপাড়া পাবলিক দাখিল মাদ্রাসার সুপার জনাব মোঃ আঃ রেজ্জাক ও কৃষ্ঞপুর দাখিল মাদ্রাসার সুপার জনাব মোঃ শরাফত আলী। এছাড়া জনাব মাওলানা মোঃ মুতাছিম বিল্লাহ, ইমাম ও খতিব, মাইসাহেবা জামে মসজিদ, জনাব মাওলানা মুফতী মোঃ খলিলুর রহমান, মাষ্টার ট্রেইনার, ইসলামিক ফাউন্ডেশন, শেরপুর এবং জনাব ডঃ মোঃ কামরুল হাসান, ফিল্ড অফিসার, ইসলামিক ফাউন্ডেশন, শেরপুর সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। সভার সঞ্চালনায় ছিলেন মাওলানা মোঃ কামরুল হাসান, ফিল্ড সুপারভাইজার, শেরপুর। অনুষ্ঠানে শেরপুর সদর উপজেলার বিভিন্ন এলাকা হতে শিক্ষক, ইমাম ও বিভিন্ন শ্রেণীর ধর্মপ্রান মুসলমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ মুতাছিম বিল্লাহ, ইমাম ও খতিব মাই সাহেবা জামে মসজিদ শেরপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস