মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কুরআনখানি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে চাপাতলী মডেল মসজিদে অবস্থিত শেরপুর ইসলামিক ফাউন্ডেশন এর জেলা অফিস মিলনায়তনে উক্ত আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শেরপুর ইসলামিক ফাউন্ডেশন এর সুযোগ্য উপপরিচালক এস এম মোহাই মোনুল ইসলাম, আরো বক্তব্য রাখেন দড়িপাড়া পাবলিক দাখিল মাদরাসার সুপার মাওঃ আঃ রাজ্জাক, কৃষ্ণপুর ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওঃ শরাফত আলী, ইফার মাষ্টার ট্রেইনার মুফতী খলিলুর রহমান, মডেল মসজিদের ইমাম হাঃ মাওঃ মাহফুজুর রহমান, সঞ্চালনায় ছিলেন ফিল্ড সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান, এর আগে সকালে জেলা কালেক্টরেট জামে মসজিদে ও মডেল মসজিদে দুদফা পবিত্র কোরআন খতম করা হয়, পরে মুনাজাত পরিচালনা করেন হাঃ মাওঃ মাহফুজুর রহমান। শেরপুর ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে জেলার প্রতিটি উপজেলাতেও একই ধরনের কর্মসূচী পালন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস